সুকুমার রায়
শিশু সাহিত্য সমগ্র
সূচীপত্র
ছড়া
গল্প
নাটক
জীবনী
জীবজন্তু
বিবিধ
ইংরেজি তর্জমা
ছড়া
মনের মতন
🡠
মনের মতন
কান্না হাসির পোঁটলা বেঁধে, বর্ষভরা পুঁজি,
বৃদ্ধ বছর উধাও হ'ল ভূতের মুলুক খুঁজি ।
নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ঐ দ্বারে,
বল্ দেখি মন মনের মতন কি দিবি তুই তারে ?
আর কি দিব ?- মুখের হাসি, ভরসাভরা প্রাণ,
সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান ।
🡢